গাজী এনামুল হক (লিটন)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রলিতে একটি বাস ধাক্কা দিলে দুই গরু ব্যবসায়ী নিহত হন।
দুপুর ১২টায় পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে উপজেলার তুষখালী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান।
নিহতরা হলেন- উপজেলা উত্তর সোনাখালী এলাকার নয়ন মিয়া ফকিরে ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) এবং একই এলাকার আজীজ সিকদারের ছেলে হিরো সিকদার (৪৮)।
স্থানীয় আলমগীর বয়াতী জানান, ঢাকা থেকে পাথরঘাটাগামী বনফুল পরিবহনের বাসটি ভাণ্ডারিয়া থেকে আসা একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা চার গরু ব্যবসায়ী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর এবং হিরোকে মৃত ঘোষণা করেন। তারা গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা ইসলাম জানান, দুর্ঘটনায় যে দুই ব্যক্তি মারা গেছেন তাদের মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বাসটি জব্দ করা হয়েছে।