পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় লাউকাঠি নদীর চরের রাস্তায় আকস্মিক টর্নেডোতে টিনের আঘাতে শাহিন হাওলাদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।রবিবার (৩ রা জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহিন ওই এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে। এ সময় আহত হয়েছে তার মেয়ে সোনিয়া আক্তার (১৭) ও তার এক প্রতিবেশী।
এছাড়া এসময় ৭ টি বসতঘর বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লাউকাঠী নদীতে গোসল করতেছিলো শাহিন। এসময় আকস্মিক ৩০ সেকেন্ডের টর্নেডোতে একটি বসত ঘরের টিনের চালা উড়ে তার গলায় আঘাত হানে। আর রান্নার সময় ঘর ভেঙে তার মেয়ের গায়ে পড়ে এবং এসময় অন্য এক প্রতিবেশীও তার সাথে আহত হয়।
তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের সাহায্যের চেষ্টা অব্যাহত রয়েছে।