হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আহাম্মদ আলী (সাবেক ফুটবলার ) আর নেই। তিনি বুধবার (৬ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মুকুন্দপুর গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র মরহুম বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসেছে। তিনি স্ত্রী,২ পুত্রসহ নাতি-নাতনী আত্মীয়-স্বজন ও বহু গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৫ টায় মহরমের জানাজার নামাজ গড়ের হাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডারগন ও বীর মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক জুলফিকার এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ আহমেদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জানাজা নামাজের আগে গার্ড অফ অনার প্রদর্শন করেন। পরে জানাজা নামাজ পড়ান মরহুমের ভাতিজা বীর মুক্তিযোদ্ধা প্রবীন শিক্ষক এস এম মমতাজ হোসেন মন্টু।