আরিফুল ইসলাম আশাঃ
সাতক্ষীরায় অভিযানে চালিয়ে ৩’শ ৮২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক শীর্ষ মাদক চোরাকারবারি কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৫ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চিহ্নিত মাদক চোরাকারবারির নাম গোলাম মোস্তফা (৬০)। তিনি ভাড়ুখালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে সদর থানাধীন ঘোনা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফা কে ৩’শ ৮২ বাতল ফেন্সিডিলসহ আকট করে।
তিনি বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।—–