পালকে পলক থমকে গেলো,
যেমন করে গেছে তব নয়নে
চোয়াল বেয়ে গড়িয়ে পড়া গুচ্ছ চুলে
অনাবৃত ঘাড়ে পিঠ বরাবর গড়িয়ে পড়া কেশে
পলক থমকে গেছে….
খোঁপায় গোঁজা শুকিয়ে যাওয়া ফুলে
রেশমী চুড়ির কংকনে
শাড়ির ভাঁজে, চাবি গুঁজে রাখা কোমরে
মাটি ছুঁয়ে চলা গড়িয়ে পড়া আঁচলে
আলতো করে ফেলা পায়ের শব্দে
পলক থমকে গেছে…
পলক থমকে গেছে মোর
একটু পাশে বসো প্রিয়
প্রাণ-ভরে দেখি তোমায়…
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।