আগামী ৩০শে জানুয়ারী বুধবার কলিকাতা মৌলালী যুব কেন্দ্রে পশ্চিমবঙ্গের এনআইপি এনজি’র ৪র্থ বর্ষ উপলক্ষে আয়োজিত এপার বাংলা ওপার বাংলা সমন্বিত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে ২৭ জানুয়ারি দিনাজপুর থেকে কলকাতার উদ্দেশ্যে মনিরুজ্জামান জুয়েল সহ ১৩ সদস্য বিশিষ্ট একটি সাংস্কৃতিক দল রওয়ানা দিবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম বঙ্গের কারা দপ্তর মন্ত্রী শ্রী উজ্জল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের উদীচী সম্পাদক ডি এম সাহিদুজ্জামান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিনিয়র সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক ও মুখপাত্র মনিরুজ্জামান জুয়েল, বাংলাদেশের বিশিষ্ট কবি লুৎফর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।উলেখ্য উৎসবে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।”মানবতার সেবক সাংবাদিক কবির নেওয়াজ রাজ” দিনাজপুর বঙ্গবন্ধুর শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান জুয়েল সহ সকলের দোয়া কামনা করেছেন।