২৪ জুলাই রবিবার সকাল ১০ টায় উজ্জীবনী ইনস্টিটিউট এর সকল ছাত্র/ছাত্রীদের ও শিক্ষকদের মাঝে উন্নতমানের কাপড়ের মাক্স বিতারণ করা হয়। মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উজ্জীবনী ইনস্টিটিউট প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম (বাবলু), আর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ, উপস্থিত ছিলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ, (কোভিড-১৯) করোনা ভাইরাস সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করছিলো,এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাচঁতে হলে সচেতন হতে হবে এবং সবাইকে মাস্ক পরিধান করতে হবে,মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র এ কার্যক্রম চলমান থাকবে,করোনার ভাইরাস শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা, সাধারণ মানুষকে সচেতন করেছেন, হাত ধুবার ব্যবস্থা করেছেন, এবং খাবার ও মাস্ক সাবান ও লিফলেট নগদ টাকা বিতরণ করেছেন,মাক্স পরার ধারাবাহিকতা বজায় রেখে মিশন মহিলা উন্নয়ন সংস্থা উদ্যোগ গ্রহণ করেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় এবার সকল স্কুল পর্যায়ে মাক্স বিতরণ কর্মসূচি চলবে।।