ফরিদুল কবির, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি ।। কালিগঞ্জের ১৫ নং বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে ঠিকাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুকোনুজ্জামান বাপ্পি সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত করেন। লিখিত অভিযোগে জানা গেছে, স্কুল ভবনের অতিরিক্ত ক্লাস রুম পিইডিপি-৪ এর অধীনে বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল নতুন ভবন নির্মাণের জন্য আনুমানিক ৮৩ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ও উপজেলা এলজিইডি’র তত্বাবধানে পরিচালিত ওই প্রকল্প বাস্তবায়নকল্পে কাজের দায়িত্ব পান মেসার্স অহন এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। সরকারের বরাদ্দকৃত অর্ধেক টাকারও কাজ না করে ভবনের নির্মাণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গত ২৬ জুন প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গুলো হলো, নির্মাণাধীন স্কুল ভবনে বজ্র নিরোধক এবং ইলেকট্রনিক আর্থিন ৪২.৪৮ ফুট প্রাক্কলন অনুযায়ী করার কথা থাকলেও মাত্র ২০ ফুট করেছে। বারান্দা এবং সিঁড়ির নিম্নমানের। এনার্জি সেভিং বাল্ব ২৬টি (২৩ ওয়াট) দেওয়ার কথা থাকলেও একটিও নেই। সরকারের মহৎ উদ্যোগ গাছ লাগানো কিন্তু বিদ্যালয়ের জন্য ৫০টি গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের বরাদ্দ থাকলেও একটি গাছও লাগানো হয়নি। বিদ্যুৎ এর জন্য পিডিবি পোল বসানো হয়নি। তাছাড়া ভেন্টিলেটরের উচ্চতা ও গ্রিলের স্কায়ার বারের সংখ্যা এবং আলমিরার গেজ বা পুরত্ব ঠিক নেই এমন কয়েকটি অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে ইউএনও খন্দকার রবিউল ইসলাম ০৫.৪৪.৮৭৪৭.০০০.০৪.০০২.১৯-৭২৮ নং স্মারকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিলে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন সরেজমিনে পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত প্রায় সব অভিযোগের সত্যতা মিলেছে। তবে লিখিত অভিযোগে উল্লেখিত ছাড়াও নির্মাণ কাজে আরো কয়েকটি অনিয়ম ও দুর্নীতির বিষয়ে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আরো কিছু জানতে পারবেন। এ বিষয়ে নির্মাণ কাজের ঠিকাদার ইলিয়াস হোসেনের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তদন্তকালে উপজেলা এলজিইডি’র সার্ভেয়ার শেখ আবুল বাশার, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য আরিজুল ইসলাম সহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।