গাজী এনামুল হক (লিটন)
বরিশাল এখন আদর্শিক,অনুকরণীয় ধান,নদী,খাল এই তিনে বরিশাল,
জনশুমারি-২০২২ তথ্য অনুযায়ী—
•সবথেকে কম ঘনবসতিপূর্ণ বিভাগ- বরিশাল
•কম জনসংখ্যা বরিশালে।
•স্বাক্ষরতার হার সর্বোচ্চ বরিশালে।
•শিক্ষিত-অশিক্ষিত লোকেদের অনুপাতে শিক্ষিত লোকের হার বেশি বরিশালে।
•ডিভোর্সের হার কম বরিশালে।
•নারী শিক্ষার অগ্রগতির শতাংশ বেশি বরিশালে।
•শিশু শ্রমিক কম বরিশালে।
•প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শতকরা হার বেশি বরিশালে।
•অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বেশি বরিশালে।
•মাছ উৎপাদন বেশি বরিশালে।
.প্রাকৃতিক সৌন্দর্যও ফল ফলাদি উৎপাদনে বরিশাল।।
এছাড়াও গ্লোবাল ইনডেক্স এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বাংলাদেশে সবথেকে বিশুদ্ধ বাতাস বরিশালে,পরিবেশ দূষণের হার সবচেয়ে কম বরিশালে, সবথেকে বসবাস উপযোগী শহরের মধ্যে বরিশাল যৌথভাবে খুলনার সাথে প্রথমে ৷।
‘ধান,নদী,খাল এই তিনে বরিশাল’
প্রবাদের থেকে বেড়িয়ে বরিশাল এখন আদর্শিক,অনুকরণীয়।।