(ইন্দুরকানী) উপজেলা প্রতিনিধি :পিরোজপুরের ইন্দুরকানীতে বিএমএসএফের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইন্দুরকানী উপজেলা কমিটির আয়োজনে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার বিকাল ৪ ঘটিকার সময় প্রেসক্লাব মিলনায়তনে বিএমএসএফ ইন্দুরকানী উপজেলার সহসভাপতি মোঃ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ ইন্দুরকানী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমএসএফ ইন্দুরকানী উপজেলাৱ কমিটির সাংগঠনিক সম্পাদক কেএম শামিম রেজা, ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকারিয়া হোসেন , প্রেসক্লাবের সভাপতি এস এম ফারুক হোসেন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।
এতে কেন্দ্রীয় কমিটির নির্বাহী কার্যকারী সদস্য গাজী আবুল কালাম বলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলেন সাংবাদিক নির্যাতিত হলে সেখানে তারা শক্ত প্রতিরোধ গড়ে তোলেন এবং সাংবাদিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেন আপনারা সকল সাংবাদিকগন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাথে একমত পোষণ করতে পারেন । এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএমএসএফের নেতৃবৃন্দ ও উপজেলা সাংবাদিকগন ।
সভায় নেতৃবৃন্দ বিএমএসএফের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।