. স্বদেশটা জ্বলছে
-লেখক মোঃ জাহাঙ্গীর আলম-
সুদখোর ঘুষখোর ব্যবিচারে ভরপুর–
স্বদেশটা অনলে জ্বলছে-
জুলুমের আঘাতে ক্ষমতার তাগদে–
নির্দোষী দোষী হয়ে মরছে-
রাজপথে গর্জন চারিদিকে ধর্ষণ-
বিচারের কাঠগড়া কাঁদছে-
প্রতিবাদে ক্ষিপ্ত সে-ও পাপে লিপ্ত-
নীতি হীন নেতা দেশে বাড়ছে–
নাস্তিক মুরদাত ধর্মে করেছে ঘাত-
সুশীল স্বদেশ চেয়ে দেখছে–
প্রতিবাদ কর যদি হয়েছে তাহার ক্ষতি-
অর্থের জোরে জেলে ভরছে–
জাতি ওঁরা শান্ত পুড়ে মানুষ জান্ত–
হত্যা গুমে সদা ব্যস্ত—
ধোঁকা দিয়ে অর্থ কেড়ে ওঁরা ক্লান্ত-
হিংসা গীবতে কেউ ন্যস্ত-
বিবেকটা ঘুমিয়ে তুলো তাকে জাগিয়ে-
মাদকের বিষ পুরো সমাজে–
স্বদেশে চাও সুখ নয় তবে প্রতিশোধ-
ক্ষমার সীমানা দাও বাড়িয়ে—
ভুলে যাও হত্যা গিবত আর মিথ্যা–
ক্রোধ কে কর জয় স্বরণে–
কুরআনের আইনে জীবনে মরণে–
লুটিয়ে পড়ো প্রভুর চরণে—-
চলমান–