ফরিদুল কবির।। কালিগঞ্জের সিমান্তবর্তী নদীতে বাগদা-গলদা চিংড়ির রেণু ধরতে গিয়ে মোঃ ফজলু গাজী (৬৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার উপজেলার কালিন্দী নদীর হাড়দ্দাহ স্লুইজ গেট সংলগ্ন এ ঘটনা ঘটে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামের মৃত ফকির গাজীর ছেলে। চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্যান্যদের মতো কালিন্দী নদীতে বাগদা-গলদা চিংড়ির রেণু আহরণ করে ফজলু গাজী। ঘটনার দিন রাতের জোয়ারে মাছ ধরতে নদীতে যায় সে। নদীর পাড় থেকে ছেড়ে দেওয়ার সময় হঠাৎ নৌকাটি তার হাত থেকে ছাড়িয়ে যায়। তখন সাঁতরিয়ে নৌকাটি ধরতে নদীর মাঝ বরাবর গেলে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে করতে তোলিয়ে যায় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য শেখ রহমত আলী বলেন, মাছ ধরতে গিয়ে ফজলু গাজী নদীতে নিখোঁজ হয়েছে। তার নৌকাটি উদ্ধার করা হয়েছে এবং ৪২ ঘন্টার মধ্যে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। বসন্তপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুজাউর রহমান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি মাছ ধরা নৌকা আটক করেছিল। পতাকা বৈঠকের মাধ্যমে নৌকাটি ফিরিয়ে আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ওই জেলের সন্ধান পাওয়া যায়নি।