মোঃ মোকাদ্দেস হোসেন জাহিদ খানঃ
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ভোটাদের ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল রবিবার সকালে পৌরসভার ভোটারদের ডাটা এন্ট্রি, ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. আব্দুর রশিদসহ নির্বাচন অফিস ও পৌরসভা কার্যালয়ের কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত পৌরসভার সকল ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এসময় ৩ হাজার ৫০ জন ভোটারের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। আগামী ১৬ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা ভোটারদের ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়ার মাধ্যমে ভোটার হালনাগাদ করা হবে। বাদ পড়া ভোটারদের পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো. মতিউর রহমান জানান, গোপালপুর পৌরসভার ভোটারদের ছবি ও ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ শেষে উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করা হবে।