মোঃ শামীম আহমেদ ।।
পটুয়াখালী টু কুয়াকাটা মহা সড়কের মাঝ পথ শাখারিয়া বাসষ্টান থেকে গলাচিপা উপজেলায় যোগাযোগের জন্য একমাত্র পথ। সেই শাখারিয়া হতে গলাচিপা উপজেলায় যাওয়ার পথে রাস্তার দুই পার্শে রয়েছে বাংলাদেশ বন বিভাগের বিভিন্ন প্রজাতির গাছ।
যা এই রাস্তাটি জম্মলগ্ন থেকে গাছগুলো লাগানো হয়েছিল।
উক্ত রাস্তার দুই পাশে অনেক গাছ মরে গিয়ে বিভিন্ন বিদুৎ লাইনের উপরে ঘেঁষে দাঁড়িয়ে আছে। যা যেকোনো সময় সাধারণ জনগণ মৃত্যুর মত ঘটনা ঘটতে পারে।
বতর্মানে বর্ষাকাল যেকোনো সময় ঝড় বৃষ্টির পানিতে গাছের দাঁড়িয়ে থাকা মাঠি নরম হয়ে আগলে যেতে পারে মূহুর্ত্তের মধ্যেই এবং সাথে সাথে কখনও গাড়ি কখনও সাধারণ মানুষ কখনও গরু ছাগলের ছোট্ট ঘটনা থেকে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
অনেক সাধারণ মানুষ যানিয়েছে ইতি মধ্যে পটুয়াখালী জেলা বন বিভাগ কে মৌখিকভাবে যানানো হলেও কোন ব্যাবস্হা নিচ্ছেন না তারা। আবার এলাকার কেউ সরকারি গাছে সমস্যার কারনে হাত দিচ্ছেন না।
এবং স্হানীয় জনপ্রতিনিধিগনও কোন কর্নপাত করছেনা। তাই পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা গন যাহাতে অতি দ্রত এর একটি ব্যবস্হা নেওয়ার অনুরোধ যানায় ভুক্তভোগীরা।