খুনীর আশ্রয়দাতাদের কাছে মানবতার
ছবক নিতে হয়: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী বলেন,আজকে যেসব দেশ মানবাধিকারের প্রশ্ন তোলে, আমাদের স্যাংশন দেয়, তারাই তো খুনীদের আশ্রয় দিয়ে রেখেছে।এদের কাছ থেকে আমাদের মানবাধিকারের শিক্ষা, মানবতার ছবক নিতে হয়। তারা আমাদের মানবতার ছবক শেখায়। যারা কিনা আমার বাবা-মা, নারী-শিশুদের খুনীদের রক্ষা করে।