হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময়ে তিনি বলেন, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করলে সাধারণ অভিভাবক সদস্য পদে ১২ টি, সংরক্ষিত অভিভাবক সদস্য পদে ২ টি, শিক্ষক প্রতিনিধি পদে ৪ টি, সংরক্ষিত শিক্ষক পদে ১ টি ও প্রতিষ্ঠাতা পদে ১ টি সহ মোট ২০ টি পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। শনিবার মনোনয়নপত্র বাছাইঅন্তে তাদের সকলকে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ আগস্ট মনোনয়ন পত্র প্রত্যাহার ও ৩ সেপ্টেম্বর বেলা ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।