একজন রুপসী কোকিলা
অন্যজনে গায়ক কালা
নিবেদন তাহার চরণে
অশ্রুময় দুটিকথা চরনে চরনে
প্রিয় কোকিল শুনিতে কী পাও?
বসন্ত বহিয়া যায়
ভুলিয়াছ কী তাহাকে?
বরষায় ডাকিলেনা তুমি
আসিলেনা শরৎ প্রাতে
হেমন্ত বাতাসে মেলোনি পাখা
আসোনি শীতের রাতে
গ্রীষ্ম ক্ষরার না-হি বা আসিলে
কহিবো না কিছু তাতে
তবু একবার আসিও প্রিয়
আমার মরণ প্রাতে…
ইতি
তোমার অভাগিনী কোকিলা
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।