নলতা হাইস্কুলের লেখক সাহিত্যিক,পর্ব- ০৬
🟤 গাজী আজিজুর রহমান (১৯৪৭-)
অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রান্তজনের কথাসাহিত্যিক। সাতক্ষীরার কালিগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চলে বাস করলেও তার সাহিত্য ও গবেষণা ঢাকা-কোলকাতা পর্যন্ত বিস্তৃত এবং সমাদৃত। সমগ্র দেশে একজন প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক হিসেবে তিনি সর্বজনবিদিত।
ভারতবর্ষ ভাগাভাগির বছরে গাজী আজিজুর রহমানের জন্ম। ভারতের ‘পাহাড়ের রানী’ দার্জিলিংয়ে ১৯৪৭ সালের ২৯ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি নলতা হাইস্কুল থেকে ১৯৬৪ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন।
গাজী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৭২ সালে এম এ পাশ করেন এবং ১৯৭৫ সালে কালিগঞ্জ কলেজে বাংলা বিভাগে যোগ দেন। দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা শেষে ২০১০ সালে তিনি অবসর গ্রহণ করেন।
গাজী আজিজুর রহমানের লেখা প্রথম ছাপা হয় ১৯৬৫ সালে। এর পর থেকে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশিত হয়। তার সম্পাদিত প্রথম সাময়িকী ‘হরফ’ প্রকাশিত হয় ১৯৭৮ সালে। এখন পর্যন্ত তার লেখা গ্রন্থের সংখ্যা ১৫। এর অধিকাংশই প্রবন্ধ ও গবেষনা। এছাড়াও তার উপন্যাস, নাটক ও কাব্যগ্রন্থ বহুল পঠিত।
অধ্যাপক গাজী আজিজুর রহমানের সাফল্যঝুড়িতে রয়েছে বেশ কিছু সম্মাননা ও স্বীকৃতি। এর মধ্যে সাতক্ষীরা সাহিত্য একাডেমি পুরস্কার, আমেরিকার বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউটে প্রদত্ত ‘ম্যান অব দ্যা ইয়ার’, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, সিকান্দার আবু জাফর পদক এবং কলকাতা থেকে কবি সুকান্ত পদক অন্যতম। এছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য সম্মেলনে প্রবন্ধ পাঠ করে বোদ্ধা মহলের নজর কেড়েছেন।
তার রচনাবলীর মধ্যে অন্যতম-
– সাহিত্যে সমাজ বাস্তবতার ধারা
– স্বেচ্ছামৃত্যুর করতলে কবি
– সাহিত্য ও সিংহাসন
– নোবেল সাহিত্য পুরস্কারের শতবর্ষ
– সাতক্ষীরার ভাষা ও শব্দকোষ
– কবিদের কবি
– কালীগঞ্জের ইতিহাস ও মুক্তিযুদ্ধ
– বজ্রের বাঁশি
– যোদ্ধার যতুগৃহ
– কালো সূর্যের নীচে
এছাড়া তিনি সম্পাদনা করেছেন
– মরণ রে তুঁহুঁ মম
– খান আনসার উদ দীন রচনাবলী
– নদী
– একুশের সংলাপ; ইত্যাদি
তথ্যসূত্রঃ খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক প্রভাষক মনিরুল ইসলাম প্রিজম।