হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের গাঁন্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে। পৃথক দুটি প্যানেলে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ২শ ৩ জন ভোটারের মধ্যে ১ শ ৮০ জন ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা ব্যানবেইস ইউআইটি আরসিই এর সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন জামির হোসেন। এ ভোটে অভিভাবক পদে নির্বাচিত হয়েছেন বল প্রতিকে মোঃ মোজাফফর হোসেন ৯৫ ভোট, আনারস প্রতিকে রবিউল ইসলাম ৮৭ ভোট ও মাছ প্রতিকে আবুল বাসার ৮১ ভোট। এছাড়া দাতা সদস্য আব্দুল্যাহ তরফদার, সংরক্ষিত মহিলা পদে আসমাউল হুসনা, শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত জি এম সালাউদ্দীন (দাখিল), ইবতেদায়ী শিক্ষক শ্রেনী আব্দুল আজিজ ঢালী ও মাওঃ আকরাম হোসেন। বৃষ্টি আর প্রখর রৌদ্র উপেক্ষা করে ভোটার সাধারণ তাদের মুল্যবান ভোটাধীকার প্রয়োগ করে তৃপ্তি পান। ভোট কেন্দ্রের বাহিরে উভয় প্যানেলের প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সার্বিক আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করেন কালিগঞ্জ থানা সহকারী উপ পরিদর্শক মফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স। স্থানীয় গনমাধ্যম কর্মীগন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদ্বয় নির্বাচন পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন।