একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বৃক্ষ কম। সরকারি হিসাব মতে, দেশের মোট আয়তনের প্রায় ১৭.৬২% বনভূমি রয়েছে।
বনভূমি বা বৃক্ষের স্বল্পতার কারণে প্রতিবছর বাংলাদেশে বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, খরা, বজ্রপাত অনাবৃষ্টি লেগে থাকে। তাই আসুন, বৃক্ষ রোপন করি। প্রতিবছর ন্যূনতম একটি বৃক্ষ রোপন করি। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হালিমুর রহমান থানা ভবনের ফাঁকা জায়গায় বিভিন্ন শাক সবজির পাশাপাশি ফলের চারা রোপণ করেন।