একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার (৭৯) আর নেই।(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।আজ ৪ সেপ্টেম্বর ২০২২ সকাল সাড়ে ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, ‘সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই’, ‘অনেক সাধের ময়না আমার’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘চলে আমার সাইকেল’, ‘সবাই তো ভালোবাসা চায়’ এর মত অসংখ্য কালজয়ী গানের গীতস্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার।
এক শোক বার্তায় প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের মানুষের স্মৃতিতে
তিনি বহুকাল উজ্জ্বল থাকবেন । মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করুন,আমীন।