হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি নিরূপণ যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকাবার্তা যোগাযোগ যোগদান জোরদার করণ কর্মসূচি স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা হেলথ কমপ্লেক্স হলরুমে ইউনিসেফের সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে এডভোকেসি মিটিংয়ে দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সভাপতিত্বে সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি আখতারুল জামান। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কাজী একরামুল উল্লাহ, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান ও কালিগঞ্জ হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান শেখ মশিউর রহমান প্রমুখ। করোনা প্রতিরোধের তৃতীয় ভোজ বুস্টার আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগের আওতায় আনতে মাইকিং করা, উঠান বৈঠক করা সহ বিভিন্ন প্রস্তাবনা করা হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্যবিভাগ করণীয় প্রতিরোধে সকল মানুষের টিকার আওতায় আনতে প্রচেষ্টা চালাতে পারেন।