নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের ভোট-গ্রহণ। তাই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যেই বিভিন্ন জেলার প্রার্থীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন।
আগামী জেলা পরিষদের নির্বাচনে সাতক্ষীরায় প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আফছার আহমেদ বাবলু’র। চলতি বছরের ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সাতক্ষীরাসহ দেশের ৬১টি জেলায় জেলা পরিষদ চেয়ারম্যানদেরই প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার এক সাংবাদিক তার কাছে প্রশ্ন করলে, উওরে বলেন আগামী নির্বাচনে জেলা চেয়ারম্যান হতে পারলে তিনি সাতক্ষীরা কে দেশের মধ্যে মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রফেসর আফছার আহমেদ বাবলু।