চ্যানেল আইয়ের দেশ মাটি ও মানুষের শাইখ সিরাজের ফেসবুক থেকে সংগৃহীত……
আজ আমার জন্মদিন। জীবনে জাঁকজমকপূর্ণভাবে কখনোই জন্মদিন পালন করিনি। তরুণকালে কিছুটা ইচ্ছে জাগতো, কিন্তু প্রবল উৎসাহ বোধ করতাম না। পরে দেখেছি, পরিবারের মানুষেরা, বন্ধুরা, সহকর্মীরা এমনকি দেশের বহু মানুষ চাইছে আমার জন্মদিন উৎসব হিসেবে পালন করতে, আমাকে একান্ত আপন ভেবেই। সবার ভালোবাসায় সিক্ত হতে কার না ভালো লাগে বলুন তো?
কতো ৭ সেপ্টেম্বর চলে গেছে এর ভেতর, তবুও বারবার একটি প্রতীক্ষার ভেতর দিয়ে অতিক্রম করি সাগ্রহে। ৭ সেপ্টেম্বরের নতুন প্রভাত দেখা তাই আমার কাছে সার্থক হয়ে ওঠে প্রতি বছর। মনে হয়, এই দিনটি আমার জন্য যথার্থ কি? না কি যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য? এই দিনটিতে আমি একা থাকতে চাই, কিন্তু তা আর হয়ে ওঠে কোথায়? ভালোবাসার টান বড় কঠিন। এই আবেগ এড়িয়ে যাওয়া আমার মতো তুচ্ছ মানুষের পক্ষে খুব কঠিন।
প্রিয় বন্ধুরা, আমি মাটির মানুষ। সবুজের প্রতিবেশী। মাটির কোলেই ফিরে যাবো। যতোদিন বেঁচে আছি, ততোদিন, শেষ মুহূর্ত অবধি আপনাদের ভালোবাসা আর প্রার্থনায় থাকতে চাই।