বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল-২০২২ সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আজ ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় তিনটি অনুষদের অধীনে সাতটি বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে রয়েছে প্রকৌশল অনুষদের অধীনে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন বিভাগ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ইংরেজি ও আইন বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার এর দর্শন অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্বল্প খরচে মানসম্মত শিক্ষা প্রদান করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মো. এমরান পারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিনসহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ।