অদ্য ইং ০৮.০৯.২০২২ খ্রিঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করেন। এসময় সদর থানা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া থানার নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক,জুনিয়র সেরেস্তাসহ অফিসের গুরুত্বপূর্ণ রেজিষ্টার, অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। জেলার সকল থানা হবে জনগণের জন্য নিরাপত্তার আশ্রয় স্থল, থানা হবে নিরাপদ আস্থার জায়গা, সেবার জায়গা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ,সাতক্ষীরা সদর থানা কে নির্দেশ প্রদান করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মীর আসাদুজ্জামান (সদর সার্কেল) জনাব স.ম কাইয়ুম অফিসার ইনচার্জ সাতক্ষীরা সদর থানা সহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।