হাফিজুর রহমান শিমুলঃ শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অবস্থিত এম আর ইংলিশ কোচিং কেয়ারের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১০ সেপ্টেম্বর )সকাল ১১ টায় কোচিং সেন্টারের পরিচালক নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক মোঃ মতিউর রহমানের সার্বিক ব্যবস্থাপনায়, মাওলানা হাফেজ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ছোট, সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজিয়ার রহমান, ইংলিশ শিক্ষক মাহফুজুর রহমান , আব্দুল হামিদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এমআর ইংলিশ কোচিং কেয়ার একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মতিউর রহমান গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের ইংলিশ পাঠদান সহজ ও সরল ভাবে উপস্থাপন করেন, যা তারা সহজে আয়ত্ত করতে পারে তিনি কোচিং সেন্টারটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়।