আমার নিজের কোনও ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা চাওয়া-পাওয়া নেই। আমি শুধু দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করে যেতে চাই।রাজনীতি মানুষের কল্যাণের জন্য। নিজেকে দেশের মানুষের সেবক হিসেবেই গণ্য করি। গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই ‘আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন-বাংলাদেশ ‘ রাতদিন কাজ করে যাচ্ছে।প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।আমি মনে করি,মানবকল্যাণের জন্যই তো জীবন ,আর এই কল্যাণময় জীবনে যদি মানুষের সেবা করা যায় ,তবেই তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব । ‘আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন-বাংলাদেশ ‘ অলাভজনক সংগঠন যারা দেশ, সমাজ ও মানুষের উন্নয়নের জন্য নানামুখী কাজ করে থাকে।বাংলার জনবন্ধু, সামাজিক পরিবেশ সৃষ্টি করার কারিগর, আদর্শ মানুষ গড়ার লক্ষ ও স্বপ্নের নায়ক, মাদকমুক্ত সমাজ গঠনের রুপকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী ভুঁইয়া (ওয়াহিদ) দেশের কল্যাণে, মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন-বাংলাদেশ এর কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক হিসেবে আমারও দায়িত্ব দেশ এবং মানুষের কল্যাণে কাজ করা।আমরা সারা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি।আমি “কবির নেওয়াজ রাজ” মনে করি, সততাই একজন মানুষের বড় শক্তি। নিজে সৎ হলে শক্তি থাকে পাহাড় সমান।সততাই বুকে ধারণ করে মানুষের সেবায়,আমার যা করণীয় আমি তাই করবো।ইনশাল্লাহ।