গোপালপুরে সংবাদকর্মীদের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোপালপুর জোনাল অফিসে এ সভার আয়োজন করা হয়।
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকতার হোসেন।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় হয়রানীমুক্ত বিদ্যুৎ সংযোগ, বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সংবাদকর্মী কে এম মিঠু, মো. সেলিম হোসেন, বিধান চন্দ্র রায়, নূর আলম, রুবেল আহম্মেদ, শেখ মাহদী হাসান শিবলীসহ পল্লী বিদ্যুতের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।