গাজী এনামুল হক (লিটন)
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪ টায় পিরোজপুর পুরাতন ডিসি অফিসের সামনে এ কর্মসূচী পালক করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মাতুয়ারা বেগম তুলি এর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সালমা রহমান হ্যাপী সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, পিরোজপুর জেলা শাখা। দীলিপ কুমার মাঝি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ, পিরোজপুর জেলা শাখা। অসিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু মহাজোট, বরিশাল বিভাগীয় শাখা। শিখা দাস, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, পিরোজপুর জেলা শাখা সহ প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকল সম্প্রদায়ের মানুষ । এখানে মিলেমিশে বসবাস করে। এই বন্ধন অটুট থাক- এটাই সকলের প্রত্যাশা। আসন্ন শারদীয় দূর্গোৎসব যাতে সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশে সুসম্পূন হয় এবং নারী ও শিশুসহ সকলে অবাধে অংশগ্রহণ করতে পারে, আজকের মানব বন্ধন হতে জেলা ও পুলিশ প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবী জানানো হচ্ছে। সকলের প্রতি মহিলা পরিষদের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা রইল।