জাকির হোসেন আজাদী: দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী ফেরদৌস পারভীন দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তিনি দেশ বিদেশের সবার কাছে প্রিয় কণ্ঠশিল্পী। আগামী শনিবার মহরত হবে ‘ গন্তব্য ‘ নামের একটি সিনেমা। সেখানে তিনি প্লে ব্যাক করবেন। সেই বিষয়ে এই গুণী শিল্পীর সঙ্গে কথা হয়।
তিনি বলেন, “আগামী শনিবার আমি গন্তব্য সিনেমায় কণ্ঠ দেবো। সবার কাছে দোয়া চাই।
আমি সর্বশেষ গান করলাম নজরুল একাডেমিতে। নজরুলের মৃত্যুবারষিকীতে। নজরুল সংগীত -তিমির বিদারী- গজল।”
তিনি আরও বলেন, “ছোট বেলা থেকে মঞ্চে রেডিও, টিভি স্কুল, কলেজ,ভার্সিটি, চাকরিকালীন সময়ে দাপ্তরিক, মন্ত্রণালয়ের অনুষ্ঠান, স্টাডি ট্যুর ও রোটারি কনফারেন্স বিভিন্ন দেশে আমেরিকা,কানাডা,ইনডিয়া,চীন, থাইল্যান্ড, নেদারল্যান্ড,ফিলিপাইন, মালয়েশিয়া, লন্ডন উচচ শিখখা লাভের সময় ওয়েলস ভাসিটি যুক্তরাজ্যে প্রচুর গান করেছি।২০২১ এ আমেরিকা যাই, ১১ মাস ছিলাম। ক্লেমসন ভার্সিটির মনচে গান করি।করোনা কালিন সময়ে অন লাইনে অনেক অনুষ্ঠানে গান করেছি। “সুরের ভুবন” নিউইয়র্কে।” কুষ্টিয়া এক্সপেরস” নজরুল একাডেমির অনুষ্ঠান, নজরুলের জন্ম বার্ষিকীতে সুর নন্দন অনুষ্ঠানে। নজরুল সংগীত, আধুনিক, দেশাত্মবোধক, নজরুল সংগীত এর ইংলিশ ভার্সান, প্রখ্যাত সুরকার আজাদ রহমানের খেয়াল উৎসবে, খেয়াল পরিবেশন করেছি চ্যানেল আই এ। প্রচুর প্রশংসা ও মন্তব্য পেয়েছি।”