যশোর (ঝিকরগাছা) এ,এস,এম, জাফর ইকবাল ঃ যশোর সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দুরে ঝিকরগাছার থানার একটি গ্রাম গদখালী।
খুব ভোরেই এখানে জমে উঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার। ঢাকাসহ নানা জায়গার ব্যবসায়ীরা এসে ট্রাক বা পিক আপ ভর্তি করে ফুল নিয়ে যান আর এসব ফুল বিক্রি হয় সারাদেশে বিশেষ করে শহর এলাকাগুলোতে।
দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে বহু বছর, এই ফুল।
গদখালীতে ফুল চাষ শুরু হয়েছিলো কিভাবে তার খোঁজ নিতে গিয়ে সন্ধান মিললো শের আলী সরদারের মত চাষির সাথে।
তার দাবি চার দশক আগে তার হাত ধরে এখানে শুরু হয় ফুলের চাষ আর এলাকার ক্ষেতখামার থেকে বিদায় নিতে শুরু করে ধান পাট বা এ ধরণের প্রচলিত শস্য।
তিনি বলেন, “১৯৮২ সালে এরশাদ আমলে এক বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে শুরু করেছিলাম। আমার বাবার নার্সারি ছিলো এবং আমি সেখানেই বসে ছিলাম। ভারত থেকে আসা এক ভদ্রলোক এসে পানি চেয়েছিলো।”
“তার হাতে ফুল। তিনি বললেন, এই ফুল পশ্চিমবঙ্গে অনেক হয়। তো আমি ভাবলাম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাটি তো এক। তখনই শুরু করলাম রজনীগন্ধা দিয়ে”।
শের আলী সরদার ও স্থানীয় অন্যদের ভাষ্যমতে এভাবে প্রায় চার দশক আগে ফুল চাষের যে যাত্রা শুরু হয়েছিলো তার এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে। এখন আসছে নিত্য নতুন জাতের ফুল।
সর্বশেষ সংযোজন হল গত বছরের ২০২১ নেদারল্যান্ডস থেকে আসা টিউলিপ ফুল গদখালীর ফুল চাষী ইসমাইল হোসেন এই আকর্ষণীয় টিউলিপ ফুল নিয়ে আসেন যা গদখালীতে ফোঁটা মাত্রই হৈচৈ পড়ে যায়। এ বছর ও অনেক চাষী টিউলিপ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।