সাম্প্রতিক বাংলা কবিতা : তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক মুক্ত আলোচনা বগুড়া লেখক চক্রের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির এবং প্রধান অতিথি ছিলেন কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। সম্মানিত অতিথি ছিলেন কবি অর্ণব আশিক এবং লিটল ম্যাগাজিন ‘উদ্যান’ সম্পাদক কবি প্রাবন্ধিক তৌফিক জহুর।
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি খৈয়াম কাদের, জাতীয় কবিতা পরিষদ, বগুড়ার সভাপতি কবি আজিজুর রহমান তাজ এবং কবি ও প্রকাশক আরিফ নজরুল। এর আগে কবি অর্ণব আশিক, কবি সম্পাদক তৌফিক জহুর এবং কবি প্রকাশক আরিফ নজরুলকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। আলোচনার ফাঁকে ফাঁকে কবি তৌফিক জহুরের কবিতা আবৃত্তি করেন মাহবুব এ ইলাহী মিঠু এবং জান্নাত, কবি অর্ণব আশিকের কবিতা আবৃত্তি করেন আমির খসরু সেলিম এবং সাফওয়ান আমিন। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামরুন নাহার কুহেলী, অনন্য রাসেল, ববিতা বর্মণ, রনি বর্মন, আবু রায়হান, রনজু ইসলাম, এনায়েত হোসেন, আব্দুল ওয়াদুদ এবং পবিত্র প্রামাণিক।