ঢাকা ১৫ ফেব্রুয়ারি ২০১৯: বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরো কার্যকর, গতিশীল ও শক্তিশালী করার দাবিতে সাংবাদিক সংগঠনসমুহ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পুরানা পল্টনস্থ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, এনপিএস’র চেয়ারম্যান মাহবুবুল ইসলাম , বাংলাদেশ প্রেস ক্লাব মহাসচিব ফরিদ খান, জাতীয় সাংবাদিক কল্যান পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা, বাংলাদেশ অনলাইন এসোসিয়েশন’র ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল কাদের প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেছিলেন, বিগত ৪৫ বছর সময়কালেও প্রেস কাউন্সিল সে উদ্দেশ্যে সফল করতে পারেনি। প্রেস কাউন্সিল সাংবাদিকদের একটি অভিভাবক প্রতিষ্ঠান অথচ অনেক সাংবাদিক তা জানত না।
ইদানিং প্রেস কাউন্সিলে কিছু সাংবাদিকের যাতায়াত থাকলেও একটি ছাপোষা নাম স্বর্বস্ব সংগঠনের লোকজনকে প্রশিক্ষন সুবিধাসহ নানা সুযোগ সুবিধা প্রদান করছেন বলে অভিযোগ করেন সংগঠন নেতৃবৃন্দ।
একই সংগে প্রেস কাউন্সিলের বিগত দিনের জাতীয় প্রোগ্রামসহ আগামি ১৮ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস এওয়ার্ড ২০১৯’র সম্পর্কে বিরুপ মন্তব্য করেন।
সরকারের কাছে সংগঠনসমুহের নেতৃবৃন্দ অবিলম্বে প্রেস কাউন্সিলকে কার্যকর, গতিশীল এবং সাংবাদিক বান্ধব প্রতিষ্ঠানে রুপ দেয়ার দাবি জানান।
এই দাবির সাথে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন, এফবিজেও, অনলাইন প্রেস ইউনিটি, অনলাইন সম্পাদক পরিষদসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করেন।