হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের রঘুরামপুর গ্রামের এস,এম শাহাবুদ্দীন (৬২) আর নেই। বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এর পরিচালনা পরিষদে দীর্ঘদিন সহ-সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগসহ শারীরিকভাবে অসুস্থ থেকে চিকিৎসাধীন ছিলেন। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোক নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৩টায় মরহুমের জানাজা নামাজ ডিআরএম আইডিয়াল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । এসএম শাহাবুদ্দিন আহমেদ ছিলেন একজন সমাজসেবক ও শিক্ষানুরী ব্যক্তি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সভাপতি বাবলা আহমেদ সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল সহ প্রেস ক্লাবের কমিটির সদস্যবৃন্দ। সুশীলনের নির্বাহী প্রধান বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান, সুশীলনের উপ -পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাশারসহ সকল শিক্ষক কর্মচারী, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ সকল শিক্ষক কর্মচারী পরিবার শোকাহত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন।