ভাষাগত দক্ষতাঃ
বাংলা ও ইংরেজি – দুই ভাষাতে ভালো দখল থাকা জরুরি।
অনুসন্ধানী মনোভাবঃ
কোন কিছুর ব্যাপারে অনুসন্ধান করে তথ্য সংগ্রহের মানসিকতা থাকতে হবে।
যোগাযোগের দক্ষতাঃ
বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগের অভ্যাস থাকা প্রয়োজন।
উপস্থাপনার জ্ঞানঃ
পাঠক বা দর্শক-শ্রোতার কাছে খবর উপস্থাপন করার ব্যাপারে জ্ঞান থাকতে হবে।
লেখালেখির দক্ষতাঃ
বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি এ পেশায়।
লেখকঃ কবির নেওয়াজ রাজ
এমএসএস”রাষ্ট্রবিজ্ঞান, সিসি”জার্নালিজম,এলএলবি।