মোহাম্মদপুর থেকেঃ মোঃ সোহাগ হোসেন।।
ঢাকা জেলা মোহাম্মদপুর থেকে ছেড়ে যাওয়া বাস শাহবাগ পযর্ন্ত দশ টাকা ভাড়া থাকা সত্যেও বাড়তি ভাড়ার অভিযোগ ওঠে সাধারন জনগনের মধ্যে থেকে, জনগন বলেন মোহাম্মদপুর থেকে শাহবাগ পযর্ন্ত দশ টাকা হলেও তারা পনেরো টাকা আাদায় করে থাকে এছাড়া সিট খালি না থাকা সত্যেও গাড়িতে বিপুল পরিমানে যাত্রী উঠায় এতে যাত্রীদের ভোগান্তির শেষ থাকে না। অপর দিকে বাড়তি ভাড়া আদায় করে থাকে তরঙ্গ, মালঞ্চ,রমজান গাড়ি দশ টাকা থাকা সত্যেও পনেরো টাকা করে আদায় করা হয় বাড়তি ভাড়া বাড়তি ভাড়া না দিতে চাইলে কন্টাক্টার ও ড্রাইভার সহ খারাপ আচরন ও এক পর্যায়ে যাত্রীদের গায়ে হাত দিয়েও থাকে। এতে সাধারন যাত্রীদের ক্ষোভ প্রকাশ করে গাড়ি মালিক সমিতির কর্মকর্তাদের প্রতি তারা বলেন কন্টাটর ও ড্রাইভার কে ভালোভাবে গাইডলাইন না দেওয়ার কারনে তারা ভালোমন্দ বিচার করতে পারে না।
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরঃ তারা বলেন মোহাম্মদপুর থেকে সিটি কলেজ,শাহবাগ পযর্ন্ত হাফ- পাশ ভাড়া পাচঁ টাকা আসে তারা হাফ পাশ থাকা সত্যেও বাড়তি ভাড়া আদায় করে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে। এবং সিট খালি থাকা সত্যেও তারা সিট খালি নাই বলে শিক্ষার্থীদের তাড়িয়ে দেন। তাদের অভিযোগ অনতিবিলম্বে গাড়ির মালিক সমিতি ও সড়কপথ যোগাযোগ বিভাগের সাথে আলোচনা করা উচিত যাতে আর কোন শিক্ষার্থীরা বাড়তি ভাড়ার জন্য হেনস্তা না হয় তার একটা প্রতিকার চায়।