রিক্সা চালাও রসিক বন্ধু সামনের রাস্তা দিয়া।
মুইও বাগি চাইয়া থাকি, জানালা মেলিয়া রে।।
আইস্তে যাইতে রিক্সাওয়ালা রিক্সাত মার ব্যাল।
ঘরর ভিতর থাকি আঁর, বুহত করে চ্যাল রে।।
রিক্সা চালাও রসিক বন্ধু রে
রিক্সা চালাও রসিক বন্ধু রে
ঠিক দুপুরে চালাও রিক্সা গ-দি ফরে ঘাম
মনে হয় যে আঁচল দিয়া, মুছাই দিতাম ঘাম রে
রিক্সা চালাও রসিক বন্ধু রে
রিক্সা চালাও রসিক বন্ধু রে
সিডর উপর বইয়া রে গুন গুন কর গান।
উডর কোনত লেখা আছে, ভালবাসার নাম রে
রিক্সা চালাও রসিক বন্ধু রে
রিক্সা চালাও রসিক বন্ধু রে
শুন শুন বলি তোমায় রিক্সার ডাইবার।
তোয়ার রিক্সাত করিবা নি, আ’রে পেছেঞ্জার রে
রিক্সা চালাও রসিক বন্ধু রে
রিক্সা চালাও রসিক বন্ধু রে…
দরদ ভরা কণ্ঠে গাওয়া শেফালী ঘোষের এই গানের মতোই হাজারো গান কবিতা হয়ে আমাদের আবেগে মিশে আছে জাপান থেকে আসা বাহন রিক্সা। অথচ বিশ্বে আমাদের দেশটাই রিক্সার দেশ বলে পরিচিত, আর রাজধানী তো রিক্সারই নগর।
জাপানি শব্দ `জিন রিকিশা` মানে দাঁড়ায়, জিন্ = মানুষ, রিকি = শক্তি, শা = বাহন। যার আভিধানিক অর্থ হলো `মনুষ্যশক্তি চালিত বাহন`। জাপানে মিজি শাসনামলে সম্ভবতঃ ১৮৬৮ সালে মনুষ্য বহনক্ষমতার তুলনায় অপেক্ষাকৃত ভারী জিনিস বহনের জন্য রিকশা তৈরি করা হয় এবং দু’বছরের মধ্য তা জাপানে জনপ্রিয় প্রধান বাহনে পরিণত হয়। তবে প্রথম আবিষ্কারক ও ব্যবহারকারী নিয়ে রয়েছে নানামত। অনেক দেশই জনপ্রিয় এ বাহনটি আবিষ্কারের দাবীদার। আমেরিকানদের দাবি, ১৮৪৮ সালে বোস্টন শহরের কর্মকার অ্যালবার্ট টোলম্যান মিশনারিদের জন্য প্রথম রিকশা বানিয়েছেন। অনেকে বলেন কোনও কর্মকার নয় মার্কিন মিশনারি জোনাথন স্কোবি জাপানের ইয়োকোহামায় থাকা কালে তার শারীরিক প্রতিবন্ধী বউকে সাথে নিয়ে চলার সুবিধার্থে ১৮৬৯ সালের দিকে নিজেই একটা তিন চাকার বাহন তৈরী করেন। এমনও শোনা যায় ১৮৮৮ সালে জনৈক মার্কিন ব্যাপ্টিস্ট প্রথম রিকশা তৈরী করেন। অার জাপানী’দের দাবি, ইজুমি ইয়োসুকি নামের এক রেস্তোরাঁ মালিক ১৮৬৯ সালে রিকশা আবিষ্কার করেন। তবে বেশীর ভাগ জাপানি রিকশা আবিষ্কারের কৃতিত্ব ইজুমি ইয়োসুকি, সুজুজি টোকুজিরো ও তাকায়ামা কোসুকি’দের দেন এবং তারা ১৮৬৮ সালেই রিকশার আবিষ্কার করেছেন। জাপান সরকার ১৮৭০ সালে এই তিনজনকেই রিক্সা তৈরি ও বাজারজাত করার লাইসেন্স দেন। সেকারনেই রিকশা লাইসেন্স নিতে এ তিনজনের যে কোনো একজনের অনুমতি লাগতো। জন্ম জাপানে হলেও জনপ্রিয়তা আমাদের দেশেই সবচেয়ে বেশী। এ অঞ্চলে সর্বপ্রথম ভারতের সিমলায় ১৮৮০ সালের দিকে রিকশার প্রচলন হয়, তার ২০ বছর পর কলকাতায়। ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের সুবিধার্থে কলকাতা থেকে চেইন লাগানো রিকশা নিয়ে আসেন নারায়নগজ্ঞ আর নেত্রকোনায়, এরপর আস্তে আস্তে তা ছড়িয়ে পড়লো দেশব্যাপী। তারপর রাজত্ব প্রতিষ্ঠা করলো আমাদের প্রাত্যহিক জিবনে, কবিতা, গান আর আবেগে…
এখন যে প্রান্তেই থাকি রিক্সার ব্যাল শুনিয়া আঁর বুহত করে চ্যাল রে, বুহত করে চ্যাল..
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।