ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার নেতত্বে গতকাল শুক্রবার ২১ অক্টোবর ২০২২ খ্রিঃ সমাজসেবা অধিদপ্তরের ৩য় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অসাধুপায় অবলম্বনের দায়ে ০৪টি কেন্দ্র হইতে দুই নারীসহ মোট ০৯ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে ভোলা সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ সোহেল (২৫), পিতা-মোঃ বারিব উল্লাহ, সাং-লড হার্ডিজ, ০৫নং ওয়ার্ড, জনৈক মমিন উদ্দিন হাজীপাড়া লর্ড হার্ডিজ ইউপি থানা-লালমোহন, ২। মোঃ ইউসুফ (২৩), পিতা-মোঃ আঃ রহিম, সাং-কাজিকান্দি, ০৪নং ওয়ার্ড, জনৈক হায়দার আলী বাড়ী, ০৩নং চাঁদপুর, ইউপি থানা-তজুমুদ্দিন ৩। মোঃ মাকসুদ (২৬), পিতা-মোঃ আঃ রব হাওলাদার, সাং-পূর্ব ইলশা, ০৫নং ওয়ার্ড,বাঘার হাওলা, থানা- ভোলা, ৪। মোঃ ফজলুর কবির (২০), পিতা-মোঃ শাজাহান, সাং-মহেষখালী, ০৮নং ওয়ার্ড, থানা-লালমোহন, ৫। মোঃ অয়াজিউল্লাহ (২৬), পিতা-মৃত মন্তাজ উদ্দিন, সাং-পশ্চিম ইলিশা, ০১নং ওয়ার্ড, থানা- ভোলা, ৬। মোঃ রাজিব হোসেন (২৭), পিতা-মোঃ রাজ্জাক, সাং-রাইচা, ০৪নং ওয়ার্ড, থানা-লালমোহন, ৭। মোঃ নুর উদ্দিন(২৯), পিতা-মোঃ কাঞ্চন মিয়া, সাং-ব্যাংকের হাট, থানা-ভোলা, সর্বজেলা-ভোলা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।