সাগর মীর, ইতালি প্রতিনিধিঃ বৃহত্তর ঢাকা বিক্রম পুরের সেলিম খান নামের রেমিটেন্স যোদ্ধা ইতালীর রাজধানী রোমে একটি হাসপাতালে মৃত্যু বরন করে। ইন্নালিল্লাহি ওয়া……………….রাজিউন। মৃত্যু কালে তাহার বয়স ছিল ৫৫ বছর। তিনি দীর্ঘ দিন যাবত ইতালীর রোমে বসবাস করতেন।সেলিম খান এর মৃত্যুতে তাহার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।তাহার পরিবারের প্রতি রইলো সমবেদনা।