“প্রেমের রোদে স্নান” কলি প্রকাশনী পাবলিকেশনের ব্যানারে ২০১৯ একুশে বইমেলায় প্রকাশিত হলো কবি রোমানা রুমু এর প্রথম কাব্য গ্রন্থ। কবির সুনিপূণ চিন্তাধারা, প্রেম-আবেগ দিয়ে প্রতিটি কবিতা পাঠকদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে তুলে ধরেছেন।
কবি রোমানা রুমু ৭ আগস্ট, ১৯৮৮ সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই তে জন্মগ্রহণ করেন। ইংরেজি ভাষা ও সাহিত্যে বি.এ অনার্সসহ, এম.এ শেষ করে বর্তমানে শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন। দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন বলে বরাবরই সাহসটা তাঁর একটু বেশি। খুব স্পষ্টবাদী একজন মানুষ। ‘প্রথম আলো’, ‘যুগান্তরে’ কাজ করার পর ২০১৬ সালে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৯ সালে এনটিআরসিএ নিবন্ধিত জাতীয় মেধার ভিত্তিতে একটি এমপিওভুক্ত কলেজে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। দেশের স্বনামধন্য বিভিন্ন পত্রিকায়, লিটল ম্যাগাজিনে তাঁর কবিতা, ছোটগল্প প্রকাশিত হয়। জাতীয় কবিতা উৎসবসহ অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করে প্রশংসা কুড়িয়েছেন, পুরস্কারও পেয়েছেন। সাংগঠনিক নৈপুণ্যে অসাধারণ- ঢাকাস্থ বেগমগঞ্জ-সোনাইমুড়ী ছাত্র কল্যাণের সফল এবং প্রথম মহিলা সভাপতি তিনি। একমাত্র ছেলে আফিফ আবরার (রাহীম) তাঁর হাসি-কান্নার নিত্য সঙ্গী। খ্যাতিবিমুখ, প্রচারবিমুখ কবি নানা রকম সৃজনশীল কর্মকা-ের সাথে যুক্ত। পারিবারিকভাবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ।