গাজী এনামুল হক (লিটন): পিরোজপুরে বেসরকারি এনজিও টিএমএসএস এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০.৩০ মিনিটে পিরোজপুরের জেলা সদরে স্বপ্নের নীড়, মাছিমপুর, ধোপা পাড়া রোডস্থ নতুন শাখা অফিস প্রথম ঋণ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পিরোজপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মরিয়ম জাহান।
এ সময় সজীব চদ্র রায় এর সভাপতিত্বে, টিএমএসএসের বরিশাল বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন পিরোজপুর সদর থানার ওসি তদন্ত মোঃ সোলায়মান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোঃ ওয়াহিদুজ্জামান বাবুল, বরিশাল জোন প্রধান ( টিএমএসএস) , মোঃ জয়নুল আবেদীন বরিশাল অঞ্চল প্রধান টিএমএসএস) সহ ভান্ডারিয়া রাজাপুর টিএমএসএসের কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধ,বিভিন্ন এনজিও’র শাখা প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
পরে প্রাথমিকভাবে ১৫ জন সদস্যদের মাঝে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা ঋণ প্রদান করা হয় এবং দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য, টি এম এস এস একটি স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়নমূলক প্রতিস্ঠান হিসাবে সারাদেশব্যাপী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভূমিহীন, দরিদ্র, অতিদরিদ্র ও বিভিন্ন শ্রেনীর প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। যার ধারাবাহিকতায় পিরোজপুর জেলা সদরে, ৩০ অক্টোবর রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় স্বপ্নের নীড়,মাছিমপুর, ধোপা পাড়া (বলাকা ক্লাব রোডস্ত, এলজিইডি’র পিছনে), টিএমএসএস পিরোজপুর শাখার শুভ উদ্বোধন অনুস্ঠিত হয়েছে।।