পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার অবকাঠামো নির্মাণ, পরিকল্পনা, সৌন্দর্যবর্ধন কাজের বাস্তবায়ন ও আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গা ফরিদা ইয়াসমিন।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন, সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গার সভাপতিত্বে অদ্য ০৩.১১.২০২২ খ্রিঃ বিকাল ১৬:০০ ঘটিকায় পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশের হয়ে নারীদের কল্যাণে কাজ করে চলেছে। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে। পুনাক, চুয়াডাঙ্গা জেলা শাখা উদ্বোধনের ফলে নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিতকরণ এবং অসহায় ও দুস্থ মহিলাদের সেবামূলক কার্যক্রম একধাপ এগিয়ে গেল।
চুয়াডাঙ্গা পুনাক সভানেত্রী বলেন, পুনাক একটি নারীকল্যাণমূলক প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে পুলিশ এগিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে। দেশ ও জনগণের কল্যাণসহ পিছিয়ে পড়া নারীদের কল্যাণে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং তাদের সহধর্মিণীগণ, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা ও তার সহধর্মিণী, জনাব আব্দুল বারেক, আরওআই, রিজার্ভ অফিস, জনাব আমিনুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ও পুনাকের সম্মানিত সদস্যবৃন্দ।