মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫৮ নং ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পিএসএফটি নির্মানের একদিন পর থেকেই ৩ মাস ধরে অকেজো হয়ে পরে রয়েছে। এতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য জন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আওতায় গত তিন মাস আগে সৌর সোলার সহ পিএসএফটি মেসার্স তৌহিদুল বাশার এন্টারপ্রাইজ ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেন।
পঞ্চম শ্রেনীর ছাত্রী সাদিয়া, সঞ্জীতা, চতুর্থ শেনীর ছাত্র মো. রাসেল জানায়, আমাদের স্কুলের সামনে পিএসএফটি খারাপ থাকায় আমরা পানি খেতে পারছিনা। তারা পিএসএফটি দ্রুত মেরামত করার দাবী জানায়।
অভিভাবক শিবানী রানী জানান, পিএসএফটি শুরু থেকেই খারাপ থাকার কারনে ছেলে মেয়েদের অনেক সমস্যা হচ্ছে। সকল অভিভাবক বাড়ি থেকে বোতলে করে পানি নিয়ে আসে। তাই আমাদের দাবী যাতে দ্রুত পিএসএফটি মেরামত করা হয়।
অভিভাবক সদস্য মনিরুজ্জামান মৃধা জানান, পিএসএফটি নির্মানের একদিন পর থেকেই খারাপ হয়ে পড়ে রয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বলেন, নির্মানের পরদিন থেকে গত তিন মাস ধরে পিএসএফটি আকেজো অবস্থায় আছে। এতে বিশুদ্ধ পানির অভাবে আমরা বিপাকে পড়ে গেছি। তিনি পিএসএফটি দ্রুত সংস্কারের দাবী জানান।
মেসার্স তৌহিদুল বাশার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মো. তৌহিদুল বাশার ওমরা হজে¦ থাকার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মঠবাড়িয়া উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী আবদুল সত্তার খাঁন পিএসএফটি দ্রুত সংস্কার করার আশ^াস দেন।