হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী উৎসবমূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন যথাক্রমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি’র পদত্যাগকারী চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র কুশুলিয়া ইউপি’র সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন। এদিকে
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল আহসান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ইউসিসিএ লিমিটেডের সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, যুবলীগের সাবেক নেতা আব্দুল কুদ্দুস ওরফে জনতার সাহেব এবং মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিপালী রাণী ঘোষ, আফসানা বেগম ও বিষ্ণুপুর ইউপি’র ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফারজানা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তফশীল অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার সরদার মোস্তফা শাহিন এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৮ ফেব্রুয়ারী বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই, ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার এবং একই দিনে চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হবে। কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।
প্রসঙ্গত, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গত ৪ ফেব্রুয়ারী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে কালিগঞ্জের তৃণমূলের নেতাদের ভোটগ্রহণ করা হয়। উপজেলার ১২ ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ২১৬ জন, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক ২৪ জন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মৃত্যুবরণ করায় শুধুমাত্র সাধারণ সম্পাদক হিসেবে ১ জনসহ মোট ২৪১ জন কাউন্সিলরের মধ্যে ২৩৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে শেখ মেহেদী হাসান সুমন ও সাঈদ মেহেদী প্রত্যেকে ৭২ ভোট করে পেয়ে যৌথ ভাবে প্রথম হন। ৬২ ভোট পেয়ে দ্বিতীয় হন তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হোসেন ছোট। ১৪ ভোট পেয়ে তৃতীয় হন জেলা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু এবং ১২ ভোট পেয়ে চতুর্থ হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ আতাউর রহমান। কিন্তু গত ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আলহাজ্জ্ব শেখ আতাউর রহমানকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। দলীয় এই সিদ্ধান্ত মেনে নিতে না পারা স্থানীয় কর্মী সমর্থকদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন সাঈদ মেহেদী ও শেখ মেহেদী হাসান সুমন।