হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে গবেষনামূলক ইনোভিশন আইডিয়ায় বাগদা, গলদা চিংড়ি মাছ, কুঁচে ও কাঁকড়া চাষের উপর ডিজিটাল কনটেন্টেইন প্রদর্শনের মাধ্যমে মৎস্য চাষিদের উদ্বুদ্ধ করতে ভূয়সী উদ্যোগ গ্রহন করেছেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এই পদ্ধিতিতে মৎস্য খমারে মাছ চাষ করায় অনেক মৎস্যচাষী ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছেন বলে জানাগেছে। মৎস্য কর্মকর্তা বিশেষ স্বাক্ষাতকারে এ প্রতিনিধিকে বলেন, উপকুলীয় অঞ্চলে বাগদা, গলদা ও সাদা প্রজাতিরসহ বিভিন্ন সু-সাধু মাছ চাষের জন্য প্রসিদ্ধ। বিশেষ করে কালিগঞ্জ উপজেলা এলাকার প্রতিটা মাটিতে সোনা ফলে। এই উপজেলাতে আমি যোগদানের পর থেকে বিজ্ঞান সম্মত আধুনিক এবং প্রয়োগ মুখী চিংড়ি/কাঁকড়া চাষ ব্যবস্থাপনার উপর ১৯টি গবেষনামুলক তথ্যচিত্র তৈরী করেছি। ইতিমধ্যে উপজেলা মৎস্য অফিসে আগত মাছ চাষীদের জন্য যেকোন ধরনের তথ্য-উপাত্ত তাৎক্ষণিক ও চাহিদা ভিত্তিক প্রদর্শনসহ সমস্যা সমাধানে হাতে-কলমে প্রযুক্তির বিভিন্ন আঙ্গিক বিশ্লেষনের জন্য উদ্ভাবিত কন্টেন্টসমূহ প্রদর্শনের জন্য ৪০ ইঞ্চির টিভির পর্দা স্থাপন এবং “ডিজিটাল মৎস্য ট্রেনিং সেন্টার” হিসেবে অভিহিত করা হয়েছে। বিগত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ৪৫ জন মৎস্য চাষী, উদ্যোক্তা ও উন্নয়ন কর্মীদের ৫ মিনিট হতে শুরু করে ২ ঘন্টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রণয়নকৃত সমস্ত তথ্যচিত্র ইউটিউব-এর বিভিন্ন লিংক এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে এসকল উদ্ভাবনী সংরক্ষিত রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ইউটিউব চ্যানেলটি ওপেন করে একটিভ করার জন্য চিংড়ি চাষী/উদ্যোক্তা এবং সংশ্ষ্টিজনদের অনুরোধ করছি। বর্তমানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রায় ১ হাজারটি বিভিন্ন ফর্মমেটের ডিজিটাল কন্টেন্ট রয়েছে। যে কোন মুহুর্ত্বে সেবা গ্রহীতাকে তার চাহিদা অনুযায়ী সকল ধরণের তথ্য-উপাত্ত প্রদর্শন করার সুযোগ রয়েছে। এই কার্যক্রমটি বাস্তবায়ন করা হলে সরকারের মৎস্য প্রশিক্ষণ খাতে ব্যয় কমবে এবং সেবা গ্রহীতাকে হৃদয়গ্রাহী করার মাধ্যমে তার কর্মকান্ড সূচারুরূপে সম্পাদন করা যাবে, অর্থের অপচয় রোধ হবে, উৎপাদন বাড়বে, সময় বাঁচাবে এবং পরিদর্শন কমানোর ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে। মৎস্য কর্মকর্তার নিজের তৈরী উদ্ভাবিত কনটেন্ট সমূহের মধ্যে রয়েছে বাগদা নার্সারি ব্যবস্থাপনা, চিংড়ি চাষে পানির গভীরতার গুরুত্ব, মাছ বা চিংড়ি চাষের জন্য প্রিবায়োটিক প্রস্তুতি ও ব্যবহার, মাছ বা চিংড়ি চাষে পিএইচ এর সমস্যা ও প্রতিকার, বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা, অল্প খরচে অক্সিজেন সরবরাহ, পুকুর অথবা ঘের খননের হিসাব বিবরণী, চিংড়ি চাষে পানি ব্যবস্থাপনা, বাগদা চিংড়ির রোগ ও প্রতিকার, বাগদা চিংড়ি চাষের ধাপসমূহ, খাঁচায় কাঁকড়া মোটাতাজাকরণ, মাড ক্রাব এর জীব বিজ্ঞান ইত্যাদি। উপজেলা এলাকার আদর্শ মৎস্যচাষী মাসুদুর রহমান সাগর, রফিকুল ইসলাম সরদার, আশেক মেহেদী, বিজয় কৃষ্ণ মাষ্টার, আলহাজ্ব মিজানুর রহমান, ফেরদাউস মোড়লসহ আদর্শ ঘের ব্যবসায়ীগন উপজেলা মৎস্য কর্মকর্তার এমন উদ্ভাবনীতে প্রশংসা করেছেন।