রেজাউল ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হলেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। ১৪ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার গত ২৭/০৪/২০২২ খ্রিষ্টাব্দ তারিখের ৫২৭ নং প্রজ্ঞাপনমূলে উপজেলা নির্বাহী অফিসার, মঠবাড়িয়া পিরোজপুরকে মঠবাড়িয়া পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রশাসক নিয়োগ করা হয়। ইতোমধ্যে উক্ত প্রশাসকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সরকার পৌরসভা (সংশোধন) আইন, ২০২২ এর ৪২ ধারা মোতাবেক পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য সরকার উক্ত পৌরসভায় আজিজুল হক সেলিম মাতুব্বরকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
নব নিযুক্ত পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।