শেখ সাইফুল ইসলামঃ আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু ইউনুস আলী ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির নেওয়াজ রাজ সহ সংগঠনের জেলা, উপজেলা ও বিভাগের সকল নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক কবির নেওয়াজ রাজ বলেন,ইউনুস আলী ভূঁইয়া আঙ্কেল এই সংগঠনটি প্রতিষ্ঠাকালীন থেকেই নিজ অর্থায়নে গরীব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের খাতা কলম ও বিভিন্ন পরীক্ষার ফিস ও এসএসসি শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য আর্থিক সহযোগিতা করে গেছেন।তিনি ঢাকার রাজ পরিবারের সন্তান হয়েও সাধারণভাবে জীবন যাপন করে গেছেন। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন ও তার পরিবারের সদস্যদের শোক সহিবার ধৈর্য্য দান করুন, আমীন।