ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ৩২ -এ কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন , দিনাজপুরের কৃতি সন্তান ”সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুই , রাষ্ট্রীয় পদক প্রাপ্ত মনিরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শিরিন আক্তার মন্জু -কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আনন্দ কুমার সেন ও জনবন্ধুর আস্থা ভাজন, আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন এর সম্মানিত সাধারণ সম্পাদক , তরুণ সাংগঠনিক কর্মকাণ্ডে অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক কবির নেওয়াজ রাজ সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা। উল্লেখ্য, এসময় বাঙ্গালি জাতির একমাত্র আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।