মোঃ জাহিদ খান।।
‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শহীদ মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ওষুধ ব্যবহারে সহনীয় মাত্রায় আনার জন্য চিকিৎসক, ফার্মেসি মালিক ও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী।
ডা. প্রিয়াংকার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ বাছেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়।